সোমবার , ১ জুলাই ২০২৪ | ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চিত্রকর্মে জাপানে ফাইনাল রাউন্ডে যাবে বগুড়ার ৮ খুদে চিত্রশিল্পী

Paris
জুলাই ১, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ

বগুড়া প্রতিনিধি :
জাপানে বাংলাদেশের খুদে চিত্রশিল্পীদের চিত্রকর্ম ফাইনাল রাউন্ডে। সারাদেশে ৯ জনের মধ্যে ৮ জনই বগুড়ার সাতরং আর্ট স্কুলের শিক্ষার্থী। বাকি একজন ঢাকা জেলার।

এই ৯ শিশু চিত্রশিল্পীর ছবি জাপানের টোয়োটা ড্রিম কার আর্ট কন্টেস্ট-২০২৪ এ এরই মধ্যে জাপানে ফাইনাল রাউন্ডের জন্য পাঠানো হয়েছে।

জানা গেছে, জাপান ২০০৪ সাল থেকে ‘টোয়োটা ড্রীম কার আর্ট কন্টেস্ট’ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। বিশ্বের প্রায় ১৪০টির মতো দেশ থেকে প্রায় ৮০ লাখের বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শুরুর পর থেকেই অন্যান্য আর্ট স্কুলের শিক্ষার্থীদের মত বগুড়ার সাতরং আর্ট স্কুলের শিশু চিত্রশিল্পীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতি বছর জাতীয়ভাবে বিজয়ী হয় এবং পুরস্কার হিসেবে জাপানে ভ্রমণের সুযোগ পায়।

এরই ধারাবিকতায় এ বছর বাংলাদেশ থেকে জাতীয়ভাবে ৯ জন বিজয়ী হয়। এর মধ্যে ৮ জনই বগুড়া সাতরং আর্ট স্কুলের শিক্ষার্থী, যাদের ছবি আন্তর্জাতিকভাবে জাপানে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

আটজন বিজয়ী শিশু চিত্রশিল্পীরা হলো- ‘ক’ বিভাগে পৃথি সরকার, জান্নাতুল তাজরি সামারা, মো. মুবতাসিম ফুয়াদ সামস। ‘খ’ বিভাগে হামীম উজ জামান, মৌমিতা ভৌমিক দৃষ্টি। ‘গ’ বিভাগ রুবাইয়া নুসরাত রিশা, মাধুর্য্য ভৌমিক রূপা, আতকিয়া আনজুম তাশা।

বগুড়ার সাতরং আর্ট স্কুলের শিক্ষক বিল্লাল হোসেন বলেন, সারাদেশের মধ্যে ৯ জন খুদে শিল্পীর চিত্রকর্ম এ সুযোগ পেয়েছে। তার মধ্য বগুড়ার ৮ জন। এটা বগুড়াবাসীর জন্য গৌরবের বিষয়। সব খুদে শিল্পীদের জন্য শুভ কামনা।

বগুড়া শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার শাহাদাত হোসেন সাগর বলেন, বগুড়ার ৮ খুদে শিল্পীর চিত্রকর্ম জাপানে ফাইনাল রাউন্ডে প্রদর্শিত হবে। এ প্রতিযোগীতার মাধ্যমে তাদের চিত্রকর্মগুলো বিশে^র কাছে বাংলাদেশ তথা বগুড়া জেলা আলোকিত হবে।

সর্বশেষ - রাজশাহীর খবর