চাল আমদানিতে শুল্ক কমল

চাল আমদানিতে ১০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার। দেশে চালের বাজার স্থিতিশীল করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে চাল আমদানিতে ১৫ শতাংশ শুল্ক দিতে হবে। আগে আমদানিতে ২৫ শতাংশ শুল্ক দিতে হতো। তবে এই সুবিধা তিন মাস অর্থাৎ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে এনবিআর।

করোনার মধ্যে চালের দাম ঊর্ধ্বগতিতে বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড শুল্ক কমানোর পরিপত্র জারি করেছে।

এতে বলা হয়, চাল আমদানিতে শুল্ক ২৫ শতাংশ হতে ১০ শতাংশ এবং শর্ত সাপেক্ষে সমুদয় রেগুলেটরি ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হলো।

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নীতি) সৈয়দ গোলাম কিবরিয়া গণমাধ্যমকে বলেন, দেশের বাজারে প্রধান খাদ্যপণ্য চালের দাম বেড়ে যাওয়ায় সম্প্রতি শুল্ক কমানোর জন্য খাদ্য মন্ত্রণালয় আমাদের অনুরোধ করেছে। ওই অনুরোধের প্রেক্ষিতে আমরা এই পরিপত্র জারি করেছি।

 

সূত্রঃ যুগান্তর