বৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪ | ১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চারঘাটে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ মাদককারবারী গ্রেফতার

Paris
জুন ১৩, ২০২৪ ২:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাট এলাকা থেকে ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা বুধবার দিবাগত রাতে চারঘাট উপজেলার শ্রীখন্ডী এলাকায় এ অভিযান চালায়। গ্রেফতারকৃর নাম ফারুক হোসেন মিতুল (২৫)।

তিনি চারঘাট উপজেলার আসকরপুর সরদ এলাকার মোতাহার হোসেনের ছেলে। আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতার মাদককারবারী মিতুল ট্রাকের হেলপার। সেই সুবাদে তিনি আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মিতুল ফেন্সিডিল বিক্রির জন্য চারঘাটের শ্রীখন্ডী এলাকায় অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বুধবার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালায়। অভিযানে গ্রেফতার করা হয় মিতুলকে।

পরে তার হাতে থাকা প্লাস্টিকের বস্তায় তল্লাশী চালিয়ে ৩২০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। পরে গ্রেফতার মিতুলকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।

সর্বশেষ - রাজশাহীর খবর