রবিবার , ২৩ জুন ২০২৪ | ১১ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চারঘাটে রাসেল ভাইপারের ৮টি বাচ্চা মারলেন এলাকাবাসী

Paris
জুন ২৩, ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

সারা দেশের মতো রাজশাহীর পাদ্মা নদীর তীরবর্তি এলাকায় ভয়ানক রাসেল ভাইপার শাপের আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। এরই মধে রবিবার দুপুরের দিকে রাজশাহীর চারঘাট উপজেলার কুঠিপাড়া গ্রামে একে একে দেখা মেলে রাসেল ভাইপার সাপের ৮টি বাচ্চার। দেখামাত্র সাপের বাচ্চাগুলো পিটিয়ে মারেন গ্রামবাসী। এ ঘটনার পরে এখন ওই এলাকায় রাসেল ভাইপার সাপের আতঙ্ক আরও ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। গ্রামটি পদ্মা নদীর একেবারে পাড়ে অবস্থিত।

এদিকে ওই গ্রামের পাশেই সারদা এলাকায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমী। সেখানেও আজ কয়েকটি রাসেল ভাইপার সাপের বাচ্চা মারা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। তবে এ নিয়ে একাডেমীর দায়িত্বশীল কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয় রব্উিল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ‘গ্রামের কুঠিপাড়া গ্রামের অচিনতলা এলাকায় একই জায়গায় প্রথমে দুই-তিনটি সাপের বাচ্চা দেখা যায়। এর পর এলাকাবাসী মারতে গিয়ে একে একে ৮টি বাচ্চা দেখতে পান। পরে সবগুলোকে পিটিয়ে মারা হয়। অচিনতলা একেবারে পদ্মা পাড়ে অবস্থিত।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমিরুল ইসলাম বলেন, ‘অচিনতলা এলাকায় ৮টি রাসেল ভাইপার সাপের বাচ্চা মেরেছেন এলাকাবাসী। আর পুলিশ একাডেমীর ভিতরেও বেশ কয়েকটি সাপের বাচ্চা মারা হয়েছে বলে শুনেছি। এ নিয়ে এলাকাবাসীর মাঝে সাপ আতঙ্ক বিরাজ করছে।

জানতে চাইলে চারঘাট উপজেলা কৃষিবিদ আল মামুন হাছান বলেন, নদীপাড়ের মানুষদের মাঝে সাপের আতঙ্ক দেখা দিয়েছে। এ অবস্থায় নদীর তীর ঘেঁষে আবাদী জমিতে সাবধানতার সঙ্গে চাষাবাদ করার নির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়া মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারাও কৃষকদের সঙ্গে সচেতনা বৃদ্ধির জন্য কাজ করছেন।

 

সর্বশেষ - রাজশাহীর খবর