বুধবার , ৭ সেপ্টেম্বর ২০১৬ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চারঘাটে চোলাইমদ ও ফেন্সিডিলসহ আটক তিন

Paris
সেপ্টেম্বর ৭, ২০১৬ ৪:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর চারঘাটে পৃথক দুটি ঘটনায় ৬ লিটার চোলাইমদ ও ১০ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ । মঙ্গলবার দিনগত রাত প্রায়  সাড়ে ৯ টা ও সাড়ে ১১ টার দিকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, ভাটপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক আলীর ছেলে রফিকুল ইসলাম(৩২) ও একই এলাকার আবু বাক্কারের ছেলে তাহাজুল হোসেন (২৫) এবং উপজেলার থানাপাড়া গ্রামের কায়েম উদ্দিনের ছেলে কামরুজ্জামান (৩৫)।

 

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)নিবারন চন্দ্র বর্মন জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার সহকারী উপপরিদর্শক আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬ লিটার চোলাইমদসহ রফিকুল ও তাহাজুলকে আটক করে। আটককৃতরা দীর্ঘদিন ধরে চোলাই মদ বিক্রি করে আসছিল। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে তাদের মদসহ আটক করা হয়েছে।

 

ওসি আরো জানান, অপরদিকে মঙ্গলবার রাতে ডিউটি করার সময় মডেল থানার উপপরিদর্শক মনিরুজ্জামান জানতে পারেন থানাপাড়া এলাকা থেকে অভিনব কায়দায় কচুর বস্তার ভিতরে ফেন্সিডিল নিয়ে একটি সিএনজি বানেশ্বর অভিমুখে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে চারঘাট-বানেশ্বর সড়কের নাওদাড়া পুলিশ বক্সের নিকট পুলিশ সিএনজিটি থামিয়ে কচুর বস্তা তল্লাসি করে ১০ বোতল ফেন্সিডিলসহ চালক কামরুজ্জামান বিপুলকে আটক করে। তবে সিএনসজি থেকে অপর একজন পালিয়ে যায়। পরে পুলিশ বাদী হয়ে ২ জনকে আসামী করে থানায় একটি মামলা করেছেন।

স/মি

 

সর্বশেষ - রাজশাহীর খবর