চাঁপাইনবাবগঞ্জে সড়কে শ্যালো ইঞ্জিন চালিত যানবাহন নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :


চাঁপাইনবাবগঞ্জে শ্যালো ইঞ্জিন চালিত ও ট্রাক্টর চালিত সকল প্রকার যানবাহন চলাচলে সময় নির্ধারণ করা হয়েছে। নতুন সময় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ইঞ্জিন চালিত ও ট্রাক্টর চালিত সকল প্রকার যানবাহন চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রবেশ বা চলাচলে নিষিদ্ধ করা হয়েছে।

আজ শুক্রবার  এমন নির্দেশনা কথা জানিয়েছেন, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার)।

এবিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, মর্মান্তিক দুর্ঘটনায় ৯ জন শ্রমিক নিহতে জেলা পুলিশ শোকাহত। রাত ৮ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত যানবাহন চলাচল করতে পারবে। আর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বন্ধ থাকবে।

নতুন এ নির্দেশনা মানতে পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব সকলের সহযোগিতা কামনা করেছেন।

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বারিক বাজার এলাকায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে ইঞ্জিন চালিত ধান বোঝাই ভ্যান উল্টে ৯ জন ধানকাটা শ্রমিক নিহত হয়েছে। আহত হয় ৪ থেকে ৫ জন শ্রমিক।

স/আ