রবিবার , ৩০ মে ২০২১ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চাঁপাইনবাবগঞ্জে লকডাউন: তবে চলছে সবই

Paris
মে ৩০, ২০২১ ৩:১৮ অপরাহ্ণ

No description available.

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে সর্বাত্মক লকডাউনের ৬ষ্ঠ দিনে সাধারণ মানুষ, রিকশা, অটোরিকশাসহ সবধরনের যানবাহন চোখে পড়ার মতো। সকাল থেকেই শহর ও শহরের বাইরের বিভিন্নস্থানে চেকপোস্ট বসিয়ে মানুষ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হলেও কেউ মানছে না।

তবে দূরপাল্লার বাস এই জেলা থেকে ছেড়ে যায়নি এবং জেলায় প্রবেশও করেনি। তবে পণ্যবাহী ট্রাক চলাচল করছে। ব্যাংকগুলোতে ছিল উপচে পড়া ভিড় সামাজিক দূরত্ব বজায়ের বালাই ছিল না।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১০৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ৫৭ শতাংশ।

লকডাউনের বিষয় জানতে চাইলে তিনি আরো জানান, লকডাউনের বিষয়টি জেলা প্রশাসক জানাতে পারবে। তবে ৩-৪ দিন পরে জানা যাবে করোনায় পরিস্থিতি কি অবস্থায় রয়েছে।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, কঠোর লকডাউনে বিধি নিষেধ না মানায় ১২জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ৬৫ জনকে জরিমানা করেন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ১৬৭৩ জন। আর করোনায় মারা গেছে ৩২ জন। সম্প্রতি জেলায় করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত ২৫ মে থেকে জেলায় সর্বাত্মক ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।

সর্বশেষ - রাজশাহীর খবর