চাঁপাইনবাবগঞ্জে যক্ষ্মা নির্মূল বিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:

যক্ষ্মা হলে নেইকো ভয়, সবাই মিলে করবো জয়” বিনামূল্যে যক্ষ্মার চিকিৎসা হয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে যক্ষ্মা নির্মূল বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১০টা হতে দুপুর আড়াই টা পর্যন্ত চলা মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা পযার্য়ের স্থানীয় জনপ্রতিনিধি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় সভার উদ্বোধন করে বক্তব্য রাখেন, মাননীয় সংসদ সদস্য (শিবগঞ্জ-১) শামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য সংরক্ষিত মহিলা (৩৩৮), ফেরদৌস ইসলাম জেসি, সিভিল সার্জন মাহমুদুর রশিদ, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আখতারুজ্জামান প্রমুখ।

এন্ডিং টিভি ফ্রম বাংলাদেশ থ্রু এনগেজমেন্ট অফ পার্লামেন্টারিয়ান্স এন্ড স্ট্রাটেজিক স্ট্রেকহোল্ডার প্রকল্প এবং ইউএসএআইডি’স অ্যালাইন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশ কার্যক্রম এর আয়োজনে এবং স্টপ টিবি পার্টনারশিপ- এর আওতাধীন চ্যালেঞ্জ ফ্যাসিলিটি ফর সিভিল সোসাইটি রাউন্ড ১০ ইউএসএআইডি ও দ্য গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস,টিউবারকিউলোসিস এন্ড ম্যালেরিয়া এর সার্বিক সহযোগীতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা যান আমার বাবা-মা। শিবগঞ্জের সাধারণ মানুষের মধ্যে যক্ষ্মার চিকিৎসা সেবার বিষয়ে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। বলেন, চাঁপাইনবাবগঞ্জ ঐতিহ্যবাহী গম্ভীরা গানের মধ্য দিয়ে যক্ষ্মা নির্মুল ও বিনামূল্যে চিকিৎসা সেবা বিভিন্ন বিষয় তুলে ধরার আহ্বান জানিয়ে এসব কথা বলেন শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম।

জি/আর