চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে হেরোইন উদ্ধার আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (৫৩) বিজিবি টহলদল জহরপুর ও পোলাডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে ০২ কেজি ৩০০ গ্রাম ভারতীয় হেরোইন ও ৭৭ বোতল ফেন্সিডিলসহ আটক -১।
মঙ্গলবার (২১)মার্চ ২০২৩) বিকেলে গোদাগাড়ী পোলাডাংগা সিমান্তে ১কেজি ২০০ গ্রাম ভারতীয় হিরোইন সাতে ৭৭ বোতল ফেনসিডিল সহ ১ জন কে আটক করতে সক্ষম হয়। ঐ দিন রাতে শিবগঞ্জ জহুরপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল নাহিদ হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। এ সময় ০২ কেজি ৩০০ গ্রাম হেরোইন ও ৭৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ০২ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা। তিনি আরও বলেন, (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে। সীমান্তে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে এসব তথ্য জানিয়েছে বিজিবি।