চাঁপাইনবাবগঞ্জে প্রশাসকসহ আরও ২৬ জন আক্রান্ত, শনাক্ত বেড়ে ৫১৮

নিজস্ব প্রতিবেদক:


চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাস শনাক্ত সংখ্যা অর্ধ সহস্রাধিক ছাড়িয়েছে। জেলায় নতুন করে ২৬ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

বুধবার (৫’আগষ্ট) রাত সাড়ে ১০টায় সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী বলেন, বুধবার রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আসা সদর ও শিবগঞ্জ উপজেলার ৪১টি নমুনার ফলাফলে ২৬ জন শনাক্ত হন। শনাক্তদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও রয়েছেন।

সিভিল সার্জন আরও বলেন, নতুন শনাক্তদের মধ্যে ১৮ জন সদর ও ৮ জন শিবগঞ্জের বাসিন্দা। এনিয়ে জেলায় শনাক্ত সংখ্যা বেড়ে হল ৫১৮ জন। এদিকে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও ঈদ-উল-আযহা’র পূর্বে থেকেই বাড়িতে কোয়ারান্টাইনে রয়েছেন। তিনি ভাল আছেন ও বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

স/আ