চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৪জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৪৬

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার নতুন করে আরও চারজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট ৪৬ জনের করোনা শনাক্ত হলো।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, বৃহস্পতিবার ঢাকার পিসিআর ল্যাব থেকে চাঁপাইনবাবগঞ্জে আসা ১২৫ জনের প্রতিবেদনের মধ্যে চারজনের দেহে করোনা পজেটিভ আসে। আক্রান্তদের তিনজন শিবগঞ্জ উপজেলার ও অপরজন নাচোল উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, করোনা আক্রান্তদের উপসর্গ না থাকায় শুক্রবার সকাল থেকে তাদের বাড়িতেই হোম কোয়ারেন্টাইনের আইসোলেশনে চিকিৎসা দেয়া শুরু করা হয়েছে। আর এক নারী চিকিৎসককে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে ও সদরহাসপাতালেরআইসোলেশনে ৩ জনের চিকিৎসা দেয়া হচ্ছে বলে সিভিল সার্জন নিশ্চিত করেন।

এর আগে চাঁপাইনবাবগঞ্জে আরও ৪২ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হলো ৪৬ জন।

স/অ

আরো পড়ুন …

পণ্য নয় ভিতরে এক ট্রাকে ৪৬ মানু্ষ গেলো চাঁপাইনবাগঞ্জে