চাঁপাইনবাবগঞ্জে দুই ব্যাংকারসহ ৬ জনের করোনা শনাক্ত, মোট ৮৬

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে দুই ব্যাংকারসহ ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৬ জন। আর এখন পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৪৭ জন।

জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরি জানান, চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় ৬ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে-৩ জন, গোমস্তাপুরের রহনপুর শাখার সোনালী ব্যাংকের-২ জন, ভোলাহাটের ১ জন রয়েছেন। আক্রান্তদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।

করোনা : রাজশাহী বিভাগে মোট শনাক্ত ২৯৩০, বগুড়াতেই ১৭’শ

এদিকে, আক্রান্তদের মধ্যে গোমস্তাপুর উপজেলার দুইজন সোনালী ব্যাংক রহনপুর শাখায় কর্মরত যাদের ইতিমধ্যেই ছুটিতে পাঠানো হয়েছে এবং তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশন এ রয়েছেন। গোমস্তাপুরে আক্রান্ত এই দুইজনের নমুনা গত ৯জুন সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ।

তিনি আরও জানান, জেলার ৫ উপজেলা থেকে সংগৃহিত নমুনার ১৭৪ টি নমুনা পরিক্ষার পর ৬ টি নমুনা পজিটিভ এবং বাকী ১৬৮ টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। সবগুলো নমুনার ফলাফল ঢাকা থেকে এসেছে।

প্রসঙ্গত, জেলায় মোট আক্রান্তের মধ্যে ৪৭ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন।

স/অ

আরো পড়ুন …

রামেক’র ল্যাবে ৪৩ জনের করোনা শনাক্ত