চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের হার কমেছে

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাস সংক্রমণের হার গত ৪দিন ধরে কমতে শুরু করেছে। তবে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, আগামী এক সপ্তাহ জনসাধারণ চলাচলের ওপর চলমান বিধি-নিষেধ মেনে চললে এর প্রবণতা আরও কমবে। অন্যথায় আবার সংক্রমণের গতি বেড়ে যাবার আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে  জানা গেছে, গত ১১ জুন পিসিআর ল্যাব, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও জিন এক্সপার্টসহ মোট ৫০৩ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গড় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩.৫১ শতাংশ। ১২ জুন পিসিআর ল্যাব ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২৮৪ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গড় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ১১.২৬ শতাংশ, ১৩ জুন পিসিআর ল্যাব থেকে ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও জিন এক্সপার্ট পরীক্ষায় ৫৩৮ জনের নমুনার মধ্যে ৫৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গড় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ১০.৫৯ শতাংশ এবং আজ ১৪ জুন ৩৭১ টি নমুনা পরীক্ষার বিপরীতে ৩৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮.৮৩ শতাংশ। তবে মৃত্যুর হার অপরিবর্তিত রয়েছে। গড়ে প্রতিদিন ৫-৬ জন মারা যাচ্ছেন।

এদিকে সচেতনমহল বলছেন, পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণের প্রবণতা অনেকাংশে কমে আসবে। তবে এখনো জেলা শহরে স্বাস্থ্যবিধি মানার খুব একটা গরজ নেই অনেক মানুষের মাঝে। অনেক মানুষ সামাজিক সুরক্ষা মানছেনা।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, আরও এক সপ্তাহ বিধিনিষেধ মেনে চললে এর প্রকোপ অনেকাংশে কমে আসবে। যদি সংক্রমণের হার ১৫ শতাংশের নীচে আসে, তাহলে কিছুটা নিয়ন্ত্রণে আসবে। এখন স্বাস্থ্যবিধি মেনে চলায় মুখ্য বিষয় বলে জানান তিনি।

স/রি