চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের হার বেড়ে ২৯

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের হার বেড়ে ২৯ চাঁপাইনবাবগঞ্জে লকডাউন না বাড়িয়ে জেলা প্রশাসন কঠোর বিধিনিষেধ আরোপ করলেও তা মানছে না মানুষ। বিধিনিষেধ অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনেই চলাচল করছে অবাধে।

কঠোর বিধিনিষেধের প্রথমদিনেই অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করেছে অটো রিকশা-সিএনজি। প্রশাসন রিকশায় একজন যাত্রী ও সিএনজিতে দুইজন যাত্রী বহন করার শর্ত দিলেও রিকশায় দুই ও সিএনজিতে চার থেকে আট জন পর্যন্ত যাত্রী বহন করা হচ্ছে।

মোটরসাইকেলে একজন চলাচলের কথা বলা হলেও অহরহই যাচ্ছে দুইজন। তবে মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি মানতে দেখা গেছে প্রথমদিন। আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটে কম সংখ্যক বাস চলেছে।

এদিকে সোমবার শনাক্তের হার কমে ১৯ দশমিক ১৩ শতাংশে নেমে আসলেও একদিনের ব্যবধানে আবারও ১০ শতাংশ বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ৬৪৭ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৮৯ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ২১। যদিও পিসিআর ল্যাবে শনাক্তে হার ৫৯ শতাংশ। আর র‌্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টে এ হার মাত্র ১৮ শতাংশ।

স/জে