চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৫১ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চাঁপাইনবাবগঞ্জে আজ রোববার রাজশাহী শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। করোনার কারণে গতবছর পরীক্ষা অনুষ্ঠিত না হলেও এবার ৩ বিষয়ে পরীক্ষা নেয়া হচ্ছে।এবার ৫টি উপজেলার ২৯টি কেন্দ্রে ২০ হাজার ৫’শ ৩ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তবে প্রথম দিনে ১৫১ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা সুত্রে জানা গেছে, এ বছর জেলার ৫টি উপজেলায় ২’শ ৪১টি মাধ্যমিক বিদ্যালয়, ১’শ ৩৩ টি দাখিল মাদরাসা, ১ টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টেক্সটাইল) ও মাধ্যমিক কারিগরী ভোকেশনাল ইন্সটিটিউট এবং দাখিল ভোকেশনালে ২০ হাজার ৫’শ ৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এস.এস.সি. পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৫ হাজার ৩৮২ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৫ হাজার ৩৫২ জন এবং এর মধ্যে অনুপস্থিত ছিলেন ৩০ জন। অপরদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩ হাজার ৬০০ জনের মধ্যে অংশগ্রহণ করে ৩ হাজার ৫২১ জন ও এর মধ্যে অনুপস্থিত ছিল ৭৯ জন। এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এস.এস.সি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১ হাজার ৫২৯ জনের মধ্যে অংশগ্রহণ করেন ১ হাজার ৪৮৭ জন ও অনুপস্থিত ছিল ৪২ জন। এ বছর চাঁপাইনবাবগঞ্জ সদরে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার ৭টি কেন্দ্রে ৬৭০৬ জন, গোমস্তাপুরের ৭টি কেন্দ্রে ৩৫৫৫ জন, শিবগঞ্জের ৫টি কেন্দ্রে ৬৮৩৭ জন, নাচোলের ৫টি কেন্দ্রে ২০৫৩ জন ও ভোলাহাটের ৪টি কেন্দ্রে ১৩৫২ জন পরীক্ষার্থী অংশ নেয়।