চাঁপাইনবাবগঞ্জে একদিনে সর্বোচ্চ ৩৫ জনের করোনা শনাক্ত, মোট ১৫৭

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে নতুন ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা জেলার একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।

আজ রাজশাহী থেকে আসা ৯১টি ফলাফলে ৩৫টি পজিাটভ আসে। এনিয়ে জেলায় শনাক্ত সংখ্যা বেড়ে এখন ১৫৭ জন।

চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী রাত ৮টায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জেলায় এ পর্যন্ত ৯১ জন সুস্থ ঘোষিত হয়েছেন। ফলে জেলায় চিকিৎসাধীন রোগি এখন ৬৬ জন।

সিভিল সার্জন জানান, আজ শনাক্তদের মধ্যে সর্বাধিক রোগি রয়েছেন সদর উপজেলার। আজ আরও ৭৮টি নমূনা পরীক্ষার জন্য রাজশাহী পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, জেলা থেকে এ পর্যন্ত ৩ হাজার ৬৫৮টি নমূনা পরীক্ষায় পাঠানো হয়েছে। এ পর্যন্ত ফল পাওয়া গেছে ৩ হাজার ১৯০ টি নমুনার। পজিটিভ ফল এসেছে ১৫৭টি। নেগেটিভ ফল এসেছে ৩ হাজার ৩৩টি নমূনার। এখনও ফল আসেনি ৪৬৮টি নমুনার।

স/অ