চাঁপাইনবাবগঞ্জের কানসাট -দিনাজপুর রুটে বিআরটিসি বাস সার্ভিস চালু

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের বৃহত্তম আম বাজার কানসাট থেকে দিনাজপুরগামী বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।

গত মঙ্গলবার থেকে এ রুটের বাস সার্ভিস চালু করা হয়। বাসটি প্রতিদিন সকাল ছয়টায় কানসাট থেকে দিনাজপুর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। বাসটি কানসাট -গোমস্তাপুর -পোরশা -সাপাহার (কে জিপিএস) আঞ্চলিক মহাসড়ক হয়ে জয়পুরহাট, পাঁচবিবি, হিলি, বিরামপুর, ফুলবাড়ী হয়ে দিনাজপুর শহরে পৌঁছে।

দিনাজপুর শহর থেকে ফিরতি পথে সকাল আটটায় কানসাটের উদ্দেশে ছেড়ে আসে। উত্তর বঙ্গের কয়টি জেলার জনসাধারণের দাবির প্রেক্ষিতে এই প্রথম এ রুটে আন্তঃজেলা বাস সার্ভিস চালু করা হলো। এর ফলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট. গোমস্তাপুর উপজেলার রহনপুর , নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছি, হয়ে সাপাহার ও পত্নীতলা ধামইরহাট, জয়পুরহাট সদর,পাঁচবিবি দিনাজপুরের হিলি, বিরামপুর, ফুলবাড়ী উপজেলার সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলার সড়ক যোগাযোগের নতুন দ্বার উম্মোচিত হল। এ রুটে সরাসরি আন্তঃজেলা বাস সার্ভিস চালু করায় বরেন্দ্র অঞ্চল সহ উত্তরাঞ্চলের সংশ্লিষ্ট জেলার জনসাধারণ উপকৃত হবে   বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।