চাঁদপুরে নিষিদ্ধ সময়ে ইলিশ ধরায় ৭ জেলের কারাদণ্ড

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে সাত জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নেহাশীষ দাসের নেতৃত্বে মতলবের মেঘনা নদীতে অভিযান চালানো হয়।

এসময় ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও ইঞ্জিনচালিত ট্রলার জব্দসহ ৮ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে ৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আলী আজগর, মাঈন উদ্দিন, দেলোয়ার হোসেন, আক্তার হোসেন, স্বপন হোসেন, আরিফ ও রুবেল।

এছাড়া মেহেদী নামের আরেক জেলেকে ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও স্নেহাশীষ দাস বলেন, মা ইলিশ রক্ষায় সরকারের সব কার্যক্রম বাস্তবায়নে আমরা সক্রিয় রয়েছি। কেউ নিষিদ্ধ সময়ে নদীতে ইলিশ ধরলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

সূত্রঃ যুগান্তর