চলনবিলে বন্যপ্রাণী ও পাখি শিকার রোধে প্রচারণা


সিংড়া প্রতিনিধি: “মানুষ ও পৃথিবী বাঁচাতে: বন ও জীবিকা” প্রতিপাদ্য বিষয় নিয়ে চলনবিলের সিংড়ায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে। বুধবার(০৩ মার্চ) দিনব্যাপী চলনবিলের বিভিন্ন এলাকায় বন্যপ্রাণী ও পাখি শিকার রোধে পথসভা, লিফলেট বিতরণ ও প্রচারণা চালিয়েছে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কলম পরিবেশ ও প্রকৃতি রক্ষা কমিটির সভাপতি প্রভাষক হারুন আর রশিদ, পরিবেশ কর্মী আব্দুর রশিদ, জুবায়ের আহমেদ প্রমুখ।

কর্মসূচিতে আগপাড়া শেরকোল ও রাণীনগর বিলের ধানক্ষেত এ টাঙিয়ে রাখা বক পাখি উদ্ধার করে স্থানীয় কৃষকদের সচেতন করা হয়।

স/জে