চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩৭.৩৬

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯১টি নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৭ দশমিক ৩৬ শতাংশ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৩১ জন মহানগর এলাকা এবং ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৯৬ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯৪ হাজার ১২১ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৯৭৫ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন মহানগর এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন