মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২০ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চট্টগ্রামে আরও ৭৫ জন করোনায় আক্রান্ত

Paris
সেপ্টেম্বর ১৫, ২০২০ ১০:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৫ জন। মৃত্যুবরণ করেছেন একজন। সংক্রমণের হার ৫ দশমিক ৫৫ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, রোববার এক হাজার ৩৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন সংক্রমিত ৭৫ জনের মধ্যে শহরের বাসিন্দা ৬২ এবং গ্রামের ১৩ জন। ফলে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১৭ হাজার ৯২৫ জন।

প্রতিবেদন থেকে ল্যাবভিত্তিক রিপোর্টে জানা যায়, এদিন সরকারি-বেসরকারি মিলিয়ে চট্টগ্রামের ৬টি ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৮২ জনের নমুনার মধ্যে তিনজন পজিটিভ শনাক্ত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৫২টি নমুনা পরীক্ষায় ৩১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৯৬ জনের নমুনায় ১৩ জন করোনা আক্রান্ত চিহ্নিত হয়েছেন। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৩২ জনের নমুনা থেকে পরীক্ষায় ১০ জনকে করোনাক্রান্ত বলে শনাক্ত করা হয়।

বেসরকারি পরীক্ষাগার শেভরনে ৯৩টি ও ইম্পেরিয়াল হাসপাতালে ৭৬টি নমুনা পরীক্ষার জন্য জমা হয়। এদের মধ্যে যথাক্রমে ৬টি ও ১১টি নমুনায় করোনারভাইরাস পাওয়া যায়।

এ ছাড়া চট্টগ্রামের ১৮ জনের নমুনা পাঠানো হয় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে। এদের একজন পজিটিভ শনাক্ত হন।

এদিকে কয়েকটি রিপোর্ট ঘেঁটে দেখা যায়, শনিবারের তুলনায় রোববার সংক্রমণ হার কমলেও সংখ্যা বেড়েছে। শনিবার ৫১ জনের সংক্রমণ ধরা পড়ে, হার ৮ দশমিক ১৭ শতাংশ।

এ ছাড়া শুক্রবার ৪৯ জন সংক্রমিত হন, হার ৪ দশমিক ৯৪ শতাংশ। বুধ ও বৃহস্পতিবার পর পর দুদিন ৫৩ জনের সংক্রমণ ধরা পড়ে। হার যথাক্রমে সর্বনিম্ন ৩ দশমিক ৯০ শতাংশ ও ৫ দশমিক ৩৪ শতাংশ। মঙ্গলবার চট্টগ্রামে ৫৪ জন পজিটিভ শনাক্ত হন। সংক্রমণ হার ৫ দশমিক ৫৬ শতাংশ।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - জাতীয়