ঘূর্ণিঝড় অশনির প্রভাবে থেমে থেমে বৃষ্টি

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রাতে আবহাওয়ার গুমোট ভাব থাকলেও সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নদীতে বাড়তে শুরু করেছে পানি। তবে জনগণের মাঝে এখনো অতটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়নি অশনি।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন জরুরি সভা করেছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির আরও অবনতি হলে জনগণকে সতর্ক করার জন্য মাইকিং করা হবে। জরুরি পরিস্থিতিতে আশ্রয়ের জন্য উপজেলায় ৭টি ইউনিয়নের ৫২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ২০০ প্যাকেট শুকনা খাবার তৈরি আছে। সেবা প্রদানের জন্য জেলায় রেড ক্রিসেন্টের মোট ১৪ সদস্যের একটি টিম প্রস্তুত আছে। এছাড়া জরুরি পরিস্থিতিতে সেবা দিতে প্রতিটি ইউনিয়নে ১টি করে মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা হয়েছে।

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর বলেন, প্রশাসন সব খোঁজখবর রাখছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। এ বিষয়ে জরুরি সভা করা হয়েছে।

 

সূত্রঃ যুগান্তর