বুধবার , ১২ জুন ২০২৪ | ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ঘাস খেয়ে মারা গেল ২৬ গরু

Paris
জুন ১২, ২০২৪ ৭:২৯ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কাঁচা ঘাস খেয়ে একে একে ২৬টি গরু মারা গেছে।

রোব ও সোমবার (৯, ১০ জুন) দুদিনে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের তাহাযীদ অ্যাগ্রো ফার্মে গরুগুলো মারা যায়।

এছাড়া বেশ কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়েছে। ফলে মারা যাওয়া গরুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্থানীয় এই খামারি।

খামারের মালিক জাহেরুল ইসলাম জানান, শনিবার (৮ জুন) সন্ধ্যার দিকে নেপিয়ার কাঁচা সবুজ ঘাস খাওয়ানোর পরই তার গরুগুলো একে একে অসুস্থ হয়ে পড়ে এবং শনিবার থেকে বুধবার (১২ জুন) পর্যন্ত ২৬টি ষাঁড় গরু মারা গেছে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গরুগুলো আসন্ন কোরবানি সময় বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছিল।

এ ব্যাপারে পূর্বধলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমএমএ আউয়াল তালুকদার জানান, ‘বৃষ্টির সময় কচি ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে। নাইট্রেট বিষক্রিয়ায় গরুগুলো মারা যেতে পারে। তারা ঘাসের নমুনা সংগ্রহ করছেন। পরীক্ষার পর আরও বিস্তারিত জানা যাবে। ’

এ ব্যাপারে খামারির সঙ্গে আমাদের মেডিকেল টিম সার্বক্ষণিক চিকিৎসাসেবা দেওয়াসহ খোঁজখবর রাখছে।

সর্বশেষ - জাতীয়