ঘরে বসেই দেখা যাবে ‘আরআরআর’

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

সম্প্রতি দক্ষিণের যে দুটি ছবি নিয়ে সব থেকে বেশি হইচই হচ্ছে, তার একটি ‘আরআরআর’। এনটিআর জুনিয়র ও রামচরণ অভিনীত যুদ্ধের ছবিটি বিশ্বব্যাপী দর্শকের মন জয় করে নিয়েছে। একাধিক ভাষায় মুক্তি পেয়ে বক্স অফিস দাপিয়ে বেরিয়েছে এসএস রাজামৌলির ছবি। এরই মধ্যে আয় এক হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে। তবে এখনো যারা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে পারেননি তাদের জন্য এলো সুখবর।

ওটিটি প্ল্যাটফর্মে শিগগির মুক্তি পাচ্ছে ‘আরআরআর’। এবার ঘরে বসেই যুদ্ধ ক্ষেত্রের রোমাঞ্চ উপভোগ করতে পারবেন উৎসাহী দর্শকরা। আগামী ২০ মে নেটফ্লিক্স ও জি ফাইভে মুক্তি পাবে এস এস রাজামৌলির পরিচালিত ‘আরআরআর’। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

‘আরআরআর’ ছবির শুটিং শেষ হয়েছিল আগেই। তবে করোনা অতিমারির কারণে একাধিকবার ছবির মুক্তি বাধা পেয়েছে। অবশেষে গত ২৫ মার্চ মুক্তি পায় ‘আরআরআর’।

 

সূত্রঃ জাগো নিউজ