ঘরবন্দি হাজারও মানুষের খাবারের দায়িত্ব নিলেন সঞ্জয় দত্ত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

করোনাভাইরাসের কারণে লকডাউন ১২ দিন বেড়েছে ভারতে। লকডাউনের কারণে ঘরবন্দি হয়ে পড়া কর্মহীন দুস্থদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত।

বলিউড অন্য তারকাদের মতোই তিনিও এবার দায়িত্ব নিলেন নিরন্ন মানুষদের। রোজ হাজারও মানুষকে খাবার খাওয়াবেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানিয়েছেন, তিনি তার সাধ্যমতো সাধারণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। তারই স্বল্প প্রয়াস– হাজারও নিরন্নের মুখে অন্ন তুলে দেয়া।

সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত আরও বলেন, সংকটের এই সময়ে প্রত্যেকেই একে অপরকে কিছুটা হলেও সাহায্য করার চেষ্টা করছেন। আমিও সেই পথের পথিক। যদিও খুব বড় কিছুই করতে পারছি না। মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি মাত্র।

তিনি আরও বলেন, এই কঠিন সময় সবাই খুব শিগগির কাটিয়ে উঠবে। করোনা মুক্ত দেশে দেখা হবে সবার সঙ্গে।

সঞ্জয় দত্ত ছাড়াও করোনার এই মহামারীতে সাধারণের পাশে দাঁড়িয়েছেন, সালমন খান, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, বরুণ ধাওয়ান, সোনু সুদ, সারা আলি খান, কপিল শর্মা, শাহরুখ খানসহ বহুতারকা।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

সুত্রঃ যুগান্তর