গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ ‘শিবিরকর্মী’ নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি মারা গেছেন। তাঁর নাম আবুল বাশার। তিনি ছাত্রশিবিরের কর্মী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

 

আজ রোববার ভোরে উপজেলার ছনখোলা চূড়ামনি এলাকায় এ ঘটে। কিছুক্ষণ আগে বাশারকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খোন্দকার জানান, একাধিক মামলার আসামি আবুল বাশার দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে বাঁশখালী থানার গুনাগরী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে সাতকানিয়া থানায় নেওয়ার পথে ছনখোলা চূড়ামনি এলাকায় একদল সন্ত্রাসী আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান বাশার।

 

পুলিশ জানায়, ইসলামী ছাত্রশিবিরের কর্মী আবুল বাশারের বিরুদ্ধে নাশকতাসহ ২৪টি মামলা ছিল।

সূত্র: এনটিভি