গ্রিসে মুসলিম শিক্ষার্থীদের ওপর কড়া বিধিনিষেধ, প্রতিবাদ জানিয়ে যা বলল তুরস্ক

গ্রিসে মুসলিম শিক্ষার্থী ও শিক্ষকদের ধর্মীয় কাজ আদায়ের ওপর কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানা গেছে। এই বিধিনিষেধ বাতিল চেয়ে প্রতিবাদ জানিয়েছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এক টুইট বার্তায় গ্রিক কর্তৃপক্ষকে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানায়।

সম্প্রতি এক বিবৃতিতে পশ্চিম থ্রেসের তুর্কি সংখ্যালঘু উপদেষ্টা বোর্ড জানিয়েছে, সেখানে একটি পরিপত্র জারি করে ধর্মীয় স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে কেনও এ কড়াকড়ি আরোপ করা হয়েছে, তা জানা যায়নি। এমনকি তুর্কি সরকারের প্রতিক্রিয়ার বিপরীতে গ্রিক কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যদিও পশ্চিম থ্রেসের তুর্কি সংখ্যালঘু উপদেষ্টা বোর্ড বলছে, এই ঘোষণা আইন পরিপন্থী। সরকারকে এ বিষয়ে পুরনায় বিবেচনার আহ্বান জানিয়েছে ওই বোর্ড।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন