গোমস্তাপুরে মুক্তিযোদ্ধা নসিমুদ্দীনকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের প্রবীন মুক্তিযোদ্ধা নসিমুদ্দীন নসুকে নতুন বাড়ি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৩ শতক সরকারি খাস জমিতে তিন কক্ষ বিশিষ্ট নির্মিত বাড়িটি শুক্রবার মুক্তিযোদ্ধা নসিমুদ্দীনকে হস্তান্তর করেন জেলা প্রশাসক মঞ্জরুল হাফিজ।

এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন রেজা,উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, সহকারী কমিশনার ভুমি শাহরিয়ার নজির, সহকারী কমিশনার আশিস মমতাজ ও চন্দন কর, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু ও মাহফুজা খাতুন প্রমুখ।

এছাড়াও মুক্তিযোদ্ধার তিন ছেলেকেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে তিন লাখ টাকা সহায়তা প্রদান করা হবে।সেই সাথে তাদের আবাসনের জন্যও পৃথক উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

উল্লেখ্য মুক্তিযোদ্ধা নসিমুদ্দীনের রোগশোকসহ আর্থিক অনটনের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর  তা প্রধানমন্ত্রীর কার্যালয়ের নজরে আসলে জেলা প্রশাসককে মুক্তিযোদ্ধার পূণর্বাসনের বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল।

স/জে