গোমস্তাপুরে বাল্যবিবাহ দেয়ার অপরাধে মেয়ের পিতাকে ৬ মাসের কারাদন্ড

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মেয়ের বাল্যবিয়ে দেয়ায় পিতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরীপুর গ্ৰামের মৃত রাশেদ আলীর ছেলে জসীমউদ্দিনকে মেয়ের বাল্যবিবাহ দেওয়ার অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী  কমিশনার (ভূমি)  শাহরিয়ার নজির।
এ বিষয়ে তিনি জানান,সোমবার বিকেলে উপজেলার বলে ইউনিয়নের গৌরীপুরে আশ্রায়ন প্রকল্পের বাড়ি নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জাকিউল ইসলাম আশ্রায়ন প্রকল্পের আওতাধীন জসীমউদ্দীনের বাড়ি পাওয়ার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের  এক পর্যায়ে কথা বলে জানতে পারে আড়াই মাস আগে তার মেয়ের বাল্যবিবাহ দিয়েছিলেন বলে স্বীকার করেন । এর প্রেক্ষিতে এডিএম জাকিউল ইসলাম মেয়ের বাবা জসিম উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা কে নির্দেশ প্রদান করেন।
পরে মেয়ের বাল্যবিয়ে দেওয়ার অপরাধে জসীম উদ্দীনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত ওই ব্যক্তিকে  জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
স/জে