বুধবার , ২৭ ডিসেম্বর ২০২৩ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর হাতের উপর ঈগল বসিয়ে ফেসবুকে ভোট প্রার্থনা

Paris
ডিসেম্বর ২৭, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ

 গোমস্তাপুর প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে চাঁপাইনবাবগঞ্জ—২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতের উপরে এডিট করল ঈগল রেখে ভোট চাওয়ায় এক আওয়ামী লীগ নেতাকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধানী কমিটি। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমানকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজ করেন চাঁপাইনবাবগঞ্জ—২ আসনের নির্বাচনী অনুসন্ধানী কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সাইফুল ইসলাম। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধানী কমিটির দপ্তরে সশরীরে হাজির হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশন বরাবর কেন ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে না, তার লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন, চাঁপাইনবাবগঞ্জ—২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির সাচিবিক সহায়তাকারী সিরাজুল ইসলাম।
জানা যায়, গত ২২ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা আতাউর রহমান তার ফেসবুক আইডিতে লিখেন, “বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সালাম নিন, মুহা. গোলাম মোস্তফা বিশ্বাসকে ঈগল প্রতীকে ভোট দিন।” ফেসবুক পোস্টে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতের উপর ঈগলের ছবি এডিট করে যুক্ত করেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ—২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির আদালত সূত্রে জানা গেছে , শেখ হাসিনার সালাম নিন, ঈগল প্রতীকে ভোট দিন লিখে এবং শেখ হাসিনার হাতের উপর ঈগল পাখি স্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৭(৩) বিধির লঙ্ঘন।
অভিযুক্ত আওয়ামী লীগ নেতা গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান বলেন, কাজটি আমার উচিত হয়নি। আমি আন্তরিকভাবে দুঃখিত। এ বিষয়ে বুধবসর আদালতে জবাব দেয়া হয়েছে।
গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল মুঠোফোনে জানান,  স্বতন্ত্র প্রার্থীর পক্ষে  নির্বাচনী আচরণ বিধি লংঘন করায়  অনুসন্ধান কমিটি তার বিরুদ্ধে শোকজ করেছে। আমরাও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রীয় কমিটিকে সুপারিশ করবো।

সর্বশেষ - রাজশাহীর খবর