গোমস্তাপুরে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন সাবেক সাংসদ জিয়া


গোমস্তাপুর প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর এলাকার বিভিন্ন নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান। রোববার বিকেলে তিনি পাউবোর জেলা কর্মকর্তাদের নিয়ে পূর্ণভবা ও মহানন্দা নদীর বিভিন্ন ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।

সম্প্রতি পানি সম্পদ প্রতিমন্ত্রীকে দেয়া ডি.ও লেটারের প্রেক্ষিতে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার বাবুরঘোন, সোবহাননগর কলোনী, হুজরাপুর, বাঙ্গাবাড়ী ইউনিয়নের ব্রজনাথপুর ও চৌডালা ইউনিয়নের কালি মন্দির এবং ইসলামপুর এলাকার নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমানসহ পাউবোর জেলা কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড, চাঁপাইনবাবগঞ্জপর নির্বাহী প্রকৌশলী মোকলেসুর রহমান, উপ বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দিন, উপ বিভাগীয় প্রকৌশলী মাহবুব আলম, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, বাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাদিরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলওয়ার হোসেন বুলবুল, বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্নস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ।

এস/আই