গোমস্তাপুরে ইউএনও’র প্রেস ব্রিফিং

গোমস্তাপুর প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুরে পরিশেষে আরো ৭৫ টি ঘর হস্তান্তরের মধ্যে দিয়ে  ভুমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে গোমস্তাপুর উপজেলা। আর সেই ভূমিহীন ও গৃহহীন   পরিবারের মাঝে ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধনের প্রস্তুতি উপলক্ষে প্রেস ব্রিফিং করেন গোমস্তাপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন ।
সোমবার (২০ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে তিনি জানান,গোমস্তাপুর  উপজেলার “ক” শ্রেনির  পরিবারের নিকট ৪র্থ পর্যায়ে ৭৫ টি ঘর হস্তান্তর করা হবে। এ উপজেলায় হালনাগাদ নিরূপিত তালিকা অনুযায়ী মোট ৭৩৩ টি পরিবার পুনর্বাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার  মধ্য দিয়ে গোমস্তাপুর উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হতে যাচ্ছে।