গোমস্তাপুরে আক্রান্ত ৫ জনকে করোনা মুক্ত ঘোষণা

গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এখন পর্যন্ত শিশুসহ আক্রান্ত ৭ জনের মধ্যে ৫ জনকে করোনা মুক্ত ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ । এর মধ্যে একজন শিশু ও একজন স্বাস্থ্যকর্মী, একজন নির্মাণ শ্রমিক ও ২ জন পুলিশ সদস্য রয়েছে।

সোমবার দুপুরে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সারওয়ার জাহান স্থানীয় গণমাধ্যমকর্মীদের এ তথ্য প্রদান করেন। তিনি জানান, এখন পর্যন্ত উপজেলায় করোনা আক্রান্ত ৭ জনের মধ্যে ৫ জনের ১৪ দিনের আইসোলেশন শেষ হওয়ায় ও তাদের শরীরে কোন উপসর্গ না থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরো জানান, করোনা আক্রান্ত ৭ জনের নমুনা পুণরায় সংগ্রহ করে পরীক্ষার জন্য রামেক হাসপাতাল পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তবে তাদের কারও পরীক্ষার ফলাফল এখনও আসেনি।

উল্লেখ্য গত রোববার(৩১ মে) পর্যন্ত ৩ শত ৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২ শত ৫৯ জনের নেগেটিভ ও ৮৪ জনের রিপোর্ট অপেক্ষমান এবং শিশুসহ ৭ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

এ প্রসঙ্গে তিনি জানান করোনা আক্রান্ত রোগীদের নিকট আত্মীয় ও করোনা উপসর্গ থাকা অন্যান্য রোগীদের নমুনা সংগ্রহ অব্যাহত রয়েছে।

স/অ

আরো পড়ুন …

গোমস্তাপুরে দুই আদিবাসী নারীকে হত্যা চেষ্টার অভিযোগ