শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গোবিন্দগঞ্জে ছাত্রদল নেতার ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী আহত

Paris
নভেম্বর ১৫, ২০২৪ ৭:৫৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দোকানে সিগারেট চেয়ে না পাওয়ায় ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীকে আহত করার অভিযোগ উঠেছে মারুফ হাসান নামের এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার চৌমাথা মোড়ে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- গোবিন্দগঞ্জ পৌর জাসাসের আহ্বায়ক রাশেদ নিজাম রুমেল (৪০), পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য জালাল মিয়া (৪৫) এবং পৌর যুব জামায়াতের বায়তুল মালের দায়িত্বে থাকা ফুল মিয়া (৩৫)। তাদেরকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৌমাথা মোড়ে জামায়াতকর্মী ফুল মিয়ার দোকানে ব্ল্যাক ডায়মন্ড সিগারেট চেয়ে না পাওয়ায় মারুফ হাসানের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। পরে মারুফ ফোন করে বন্ধুসহ দলবল নিয়ে ধারালো ছুরি হাতে ফুল মিয়াকে আক্রমণ করতে যান। এ সময় পাশে থাকা বিএনপি নেতাকর্মীরা এগিয়ে আসলে তাদের ওপরও আক্রমণ চালানো হয়। মারুফের এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত ৬ জন আহত হন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‌দোকানে সিগারেট চেয়ে না পাওয়ায় মারুফ হাসান নামে এক যুবক ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে দোকান মালিকসহ বিএনপি ও জামায়াতের পাঁচজন আহত হন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত মারুফ হাসানকে আটক করা হয়েছে। অন্যদেরও আটকের চেষ্টা চলছে।