নিজস্ব প্রতিবেদক:
গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ডিগ্রি কলেজে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ঘন্টাব্যাপি এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় কিভাবে আটকে মানুষকে উদ্ধার করতে হয়, বিভিন্ন দুঘর্টনায় আহত ব্যক্তিদের উদ্ধার সহ অগ্নিনির্বাপনের কলাকৌশল দেখানো হয়।
রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শরীফুল ইসলাম জানান, রাজশাহী সদর, গোদাগাড়ী উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জ সদর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট মহড়ায় অংশ নেয়। কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসীকে সচেতন করতেই এ মহড়ার আয়োজন করা হয়।
হঠাৎ কোথাও সড়ক দুর্ঘটনা ঘটলে কীভাবে হতাহতদের উদ্ধার করতে হবে, আগুন লাগলে কীভাবে তা নিয়ন্ত্রণ করতে হবে এবং মোটরসাইকেলে কীভাবে পানি এনে আগুন নেভানো যায় তা দেখানো হয় এ মহড়ায়।
এ সময় রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আহসানুল কবীর, স্টেশন অফিসার তরিকুল ইসলাম, ওয়্যার হাউজ পরিদর্শক এনায়েতুল হক, চাঁপাইনবাবগঞ্জ সদর ফায়ার স্টেশনের সাব-অফিসার আবদুস সাত্তার, গোদাগাড়ী ফায়ার স্টেশনের লিডার রেজাউল করিম, মাটিকাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল আউয়াল রাজু, প্রভাষক নূরুদ্দীন বাবু উপস্থিত ছিলেন।
স/শ