গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী কলেজে সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গোদাগাড়ী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের নেতৃত্বে শনিবার বেলা সাড়ে ১১টায় গোদাগাড়ী কলেজের প্রধান ফটকের সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহসড়কের পার্শ্বে দাড়িয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কলেজের সকল শিক্ষকবৃন্দ ও প্রায় ৮শতাধিক শিক্ষার্থী ইসলামের নামে দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদ কাজ করছে তাদের বিরোধিতা ও বর্তমান সরকারের সকল ভাল কাজের সাথে সংহতি প্রকাশ করে এ মানববন্ধনে অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তরা বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষা ক্ষেত্রকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশ ও জাতিকে শিক্ষা ক্ষেত্রে ঈর্ষানীয় সাফল্য তুলে ধরেছেন। বর্তমান শিক্ষা কার্যক্রম দেশ ও প্রবাসে সুনামও বয়ে এনেছে। গরীব মেধাবী শিক্ষার্থীদেরকে বর্তমান সরকার বিভিন্ন ধরণের উপবৃত্তি ও সহয়তা দিয়ে দেশের মানুষকে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে।
কিছু স্বার্থলোভী মহল শিক্ষা ক্ষেত্রেকে বেছে নিয়ে ইসলামের নামে শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে ছাত্র-ছাত্রীদেরকে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে ফেলছে। বক্তারা এ ধরণের কার্যক্রমের ঘোর বিরোধিতা ও তীব্র নিন্দা জানান। দেশের সকল ছাত্র-ছাত্রীদেরকে এদের হতে দুরে থাকতে ও জঙ্গি কর্মকান্ডে জড়িয়ে না পড়ার জন্য সচেতন করে।
স/আ