শুক্রবার , ১৯ আগস্ট ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গোদাগাড়ীতে নাশকতা মামলার আসামীকে কারাগারে প্রেরণ

Paris
আগস্ট ১৯, ২০১৬ ৭:৫৭ অপরাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে সন্ত্রাস ও নাশকতা মামলার আসামী রইস উদ্দীন আজাদী ওরফে আক্কেল আলীকে (৭৩) আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি দল উপজেলা কাঁকনহাট পৌর এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত আক্কেল আলী ময়মনসিংহ জেলার পাগলা উপজেলার আলোলী গ্রামের সমেদ আলী মন্ডল সুমনের ছেলে।

 
সে ২০১৫ সালে পুঠিয়া থানার সন্ত্রাস ও নাশকতা মামলার আসামী। দীর্ঘ ২৩ বছর ধরে আক্কেল আলী নাম পাল্টিয়ে রইস উদ্দীন আজাদী নাম ধারণ করে গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট নতুনপাড়া গ্রামে বসবাস করে আসছে। তার গ্রামের বাড়ী আলোলীতে স্ত্রী ও সন্তান থাকলেও কাঁকনহাটে লাইলী বেগম নামে একজনকে বিয়ে করে। লাইলী বেগমের চারটি সন্তান রয়েছে।

 

রইস উদ্দীন আজাদী ওরফে আক্কেল আলী রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার  বিভিন্ন মসজিদে ইমাম হিসাবে চাকুরি করে।

 
এ প্রসঙ্গে গোদাগাড়ী  মডেল থানা অফিসার ইনচার্জ এস.এম আবু ফরহাদ বলেন, আটককৃত রইস উদ্দীন আজাদী ওরফে আক্কেল আলী চলাচল সন্দেহজনক ছিল। তার বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতা কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে পুলিশের কাছে।

 

পুঠিয়া থানা পুলিশ তাদের জেল হাজতে নাশকতার মামলায় প্রেরণ করবে বলে গোদাগাড়ী থানার ওসি জানান।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর