গোদাগাড়ীতে ঝড়ের মধ্যে দুই শিশু সন্তানকে আঁকড়ে ধরে জীবন দিলেন মা

গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে ঝড়ে ঘরের দেয়াল চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তবে নিজে জীবন দিলেও তার দুই সন্তানকে বুকে জড়িয়ে ধরে রেখে তাদের রক্ষা করেছেন। দুই সন্তানের জননী ওই নারীর নাম জাহানারা বেগম (৩৮)। তিনি উপজেলার রঘুনাথপুর গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। আজ মঙ্গলবার বিকেল ৫ টা ৪৫ মিনিটের দিকে কালবৈশাখী ঝড়ের সময় এ দুর্ঘটনা ঘটে।


নিহত ওই নারী ঝড়ের সময় ঘরের চালা উড়ে যেতে দেখে নিজেকে এবং দুই সন্ততানকে বাঁচাতে তাদের নিয়ে শয়নকক্ষের খাটের নিচে অবস্থান নেন। কিন্তু ঝড়ে আধাপাকা ঘরের ইটের দেয়াল ভেঙ্গে খাটের উপরে পড়ে। এতে দেয়াল চাপা পড়ে জাহানারা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে অল্পের জন্য বেঁচে যায় তার দুই শিশু সন্তান। তারা সামান্য আহত হয়।


গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার জানান, নিহত ওই নারীর পরিবারকে তাৎক্ষণিক নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও তার পরিবারকে ত্রাণ দেয়া হয়েছে। এরপরও তাদেরকে সার্বিক সহযোগিতা করা হবে।
স/আর