গোদাগাড়ীতে আ.লীগের দু’গ্রুপে উত্তেজনা, দুই নেতা লাঞ্ছিত

গোদাগাড়ী প্রতিনিধি:

গোদাগাড়ীতে আওয়ামী  লীগের দু’গ্রুপের উত্তেজনায় হাতাহাতির ঘটনা ঘটেছে। রাজশাহী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম আতাউর রহমান ও জেলা আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলির সদস্য মোঃ মতিউর রহমান রিশিকুল ইউনিয়নের বিলাসী মোড়ে একত্রিত হলে অপর পক্ষ স্থানীয় সাংসদ ফারুক চেীধুরীর সদস্যদের দ্বারা লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠে। শনিবার বিকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে দিকে উপজেলার রিশিকুল ইউনিয়নের বিলাসী মোড়ে আওয়ামীলীগের এ দুইনেতা উপস্থিত হলে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান শহিদুলে নেতৃত্বে আওয়ামী লীগের সমর্থকরা তাদের উপর চড়াও হয়। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় চেয়ারম্যানের লোকজন আওয়ামী লীগ নেতা আতাউর ও মতিউরকে লাঞ্চিত করে। তাদের বহনকৃত গাড়িটিও ভাঙচুর করা হয়।

এ ঘটনার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান ফোর্স নিয়ে সেখানে উপস্থিল হয়ে পরিস্থিতি শান্ত করে। এর আগে আলোক ছত্রগ্রামে  একই ঘটনা ঘটে ।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতা বিরাজ করছিলো।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম আতাউর রহমান খানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, এমপি ফারুক চৌধুরী যা শুরু করেছে তা কাম্য নয়। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ, গাড়ীতে আছি,পরে কথা বলব বলে ফোনটি কেটে দেন।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল লুৎফর রহমান বলেন, উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। আমরা সেখানে পর্যাপ্ত পুলিশ ফোর্স নিয়ে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। সেখানে কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে বলে জানান তিনি।

স/শা

Comments are closed.