গোদাগাড়ীতে লরি-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত

গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে তেল ভর্তি লরি ও করিমন ভুটভুটি মুখোমুখি সংঘর্ষে  বেলাল উদ্দিন টুটুল (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে ওই করিমনটি চালাচ্ছিলেন।  আজ (৩ সেপ্টম্বর) বিকেল ৬টার দিকে গোদাগাড়ীর রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র সিঅ্যান্ডবি আচুয়াভাটা এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে। এছাড়া টুটুল মইশালবাড়ি আল ইসলা ইসলামীয়া একাডেমির ছাত্র বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ীর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম জানায়, তেলবাহী ট্যাংকলড়িটি রাজশাহীর দিক থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। আর টুটুল ভুটভুটি নিয়ে রাজশাহীর দিতে আসছিলো। পথে রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটনায় ঘটনাস্থলেই টুটুলের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরে তেলবাহী ট্যাংকলড়ীর চালক ও হেলপার পালিয়ে যায়। তেলবাহী ট্যাংকলড়ীটি আটক করা হয়েছে। টুটুলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও এই কর্মকর্তা জানান।

স/অ