শনিবার , ১ জুন ২০২৪ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গোদাগাড়ীতে বিপুল পরিশান চোলাইমদ সহ তিনজন গ্রেপ্তার

Paris
জুন ১, ২০২৪ ৬:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী র‌্যাব-৫ এর একটি দল গোদাগাড়ীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান চোলাইমদ মদ সহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। শনিবার সকালে গোদাগাড়ীর সুন্দরপুর দলদলাগ্রামে এ অভিযান চালায় র‌্যাব। শনিবার বিকেলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

র‌্যাব জানায়, রাজশাহীর সদর কোম্পানী একটি দল শনিবার সকালের গোদাগাড়ী থানার সুন্দরপুর দলদলা গ্রামের মনোরঞ্জন সরদারের বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়ি থেকে ১ হাজার ১২ লিটার চোলাইমদ উদ্ধার হয়। চোলাইমদ তৈরি অভিযোগে গ্রেপ্তার করা হয় তিনজনকে।

 

গ্রেপ্তারকৃতরা হলো আসামী ডাবলু টুডু (২৭), লক্ষন সরেন (২৪) ও কোরবান আলী (৪৮)। তারা সকলেই গোদাগাড়ীর সুন্দরপুর এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা জানায়- দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় তারা চোলাইমদ তৈরি করে গোদাগাড়ীসহ বিভিন্ন এলাকার মাদক সেবনকারীর কাছে বিক্রি করে আসছিল।

গ্রেপ্তারকৃতদের গোদাগাড়ী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।

সর্বশেষ - রাজশাহীর খবর