নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী র্যাব-৫ এর একটি দল গোদাগাড়ীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান চোলাইমদ মদ সহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। শনিবার সকালে গোদাগাড়ীর সুন্দরপুর দলদলাগ্রামে এ অভিযান চালায় র্যাব। শনিবার বিকেলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব এ তথ্য জানিয়েছে।
র্যাব জানায়, রাজশাহীর সদর কোম্পানী একটি দল শনিবার সকালের গোদাগাড়ী থানার সুন্দরপুর দলদলা গ্রামের মনোরঞ্জন সরদারের বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়ি থেকে ১ হাজার ১২ লিটার চোলাইমদ উদ্ধার হয়। চোলাইমদ তৈরি অভিযোগে গ্রেপ্তার করা হয় তিনজনকে।
গ্রেপ্তারকৃতরা হলো আসামী ডাবলু টুডু (২৭), লক্ষন সরেন (২৪) ও কোরবান আলী (৪৮)। তারা সকলেই গোদাগাড়ীর সুন্দরপুর এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা জানায়- দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় তারা চোলাইমদ তৈরি করে গোদাগাড়ীসহ বিভিন্ন এলাকার মাদক সেবনকারীর কাছে বিক্রি করে আসছিল।
গ্রেপ্তারকৃতদের গোদাগাড়ী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।