শুক্রবার , ২৭ মার্চ ২০২০ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গোটা পৃথিবীতে পিপিই’র সংকট আছে-পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Paris
মার্চ ২৭, ২০২০ ৭:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

গোটা পৃথিবীতে পিপিই’র সংকট আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের এমপি শাহরিয়ার আলম। তবে দেশে করোনা ভাইরাস প্রতিরোধী চিকিৎসকদের পিপিই সংকট নিয়ে ফেসবুকে পোস্ট করায় তোপেররমুখে পড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শুক্রবাব বিকেলে তিনি তার ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট করেন। এরপর ২ ঘন্টায় ১৫৯টি কমেন্ট হয় ওই পোস্টের বিপরিতে। যার অধিকাংশ ছিলো ক্ষোভঝাড়া কমেন্ট।

প্রতিমন্ত্রী শাহরিয়ার তার পোস্টে লিখেন-গোটা পৃথিবীতে PPEর সংকট আছে। শুধু সংকট বলেই নয়, WHO এগুলো ব্যবহারের একটা গাইডলাইন তৈরী করেছে যা তাদের ওয়েব সাইটে ২৭ ফেব্রুয়ারী প্রকাশ করেছে।

এগুলো সত্যিকার অর্থেই ডাক্তার এবং নার্সদের জন্য। সরকার থেকে প্রাথমিক পর্যায়ে যেখানে প্রবাসীরা ফিরেছেন সেখানে কোয়ারেন্টাইন নিশ্চিত করার কাজের জন্যও কিছু দেয়া হয়েছিলো, সেটার একটা যুক্তি ছিলো।

কিন্তু দেখা যাচ্ছে অপ্রয়োজনে এমনকি সিকিউরিটি গার্ডদেরও এগুলো পরিয়ে ফেলে এগুলোর অপচয় করা হচ্ছে ।

সাংবাদিকদের অনুরোধ করবো এই বিষয়ে প্রয়োজনীয় সচেতনতামূলক নিউজ বা রিপোর্ট করার জন্য।

(আমার একজন পারিবারিক বন্ধু পশ্চিমা বিশ্বের একটি দেশে হাসপাতালে দায়িত্ব পালন করছেন N95 মাস্ক ছাড়া !!! পরিস্থিতিটা সবাইকে উপলব্ধি করতে হবে)।

এদিকে ওই পোস্টের বিপরিতে যেসব কমেন্ট করা হয় তার কয়েকটি তুলে ধরা হলো-রাশেল কামরুজ্জামান লিখেন, আপনারা ব্যর্থ স্বীকার করে কাজ শুরু করেন৷ তাহলে ভালো কিছু হতে পারে৷ আর কে কি করলো বাদ দেন এখন৷ আপনারা কি করেছেন৷ WHO বলছে test test test এটার বিকল্প নাই৷ আপনার রাজশাহীতে টেস্ট হচ্ছে নাকি? না৷ আপনারা বিনা চিকিৎসায় মানুষ মারছেন৷ তারপরও আপনাদের আক্ষেপ নাই৷ আল্লাহ আপনাদের হেদায়েত করুক৷’

সাজেদুর রহমান লিখেন, ইনিয়ে বিনিয়ে আবারো জনগণকে বোকা বানালেন স্যার!

গোলাম মাওলা মালেক লিখেন, (আমার একজন পারিবারিক বন্ধু পশ্চিমা বিশ্বের একটি দেশে হাসপাতালে দায়িত্ব পালন করছেন N95 মাস্ক ছাড়া !!
মিথ্যার একটা সীমা থাকা উচিত।
সাউথ কোরিয়া আছি N95মাস্ক নিজের টাকায় একটা ও কিনি নাই বাসায় 20 টা এখনোআছে।

তবে কেউ কেউ প্রসংশাও করেন প্রতিমন্ত্রীর কমেন্টের। তাদের মধ্যে বাশার হেলাল লিখেন, শত অভাবের মধ্যেও বাংলাদেশ সরকার যে ভাবে সকলের পাশে এসে দাড়িয়েছে তা প্রশংসার দ্বাবিদার অন্য যে কোন দেশের চেয়ে ভাল সতর্কতা ও প্রস্তুতি। ধন্যবাদ মাননীয় প্রধান মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয়।

সাহেদ আহমেদ লিখেন, যথার্থ এবং সময়োচিত পর্যবেক্ষণ এবং পরামর্শ মাননীয় মন্ত্রী মহোদয়। PPE ব্যবহারের ক্ষেত্রে এ দুঃসময়ে জীবন বাঁচানোর ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিই হচ্ছেন চিকিৎসা সেবাই যারা নিবেদিত প্রাণ। তাদের সুরক্ষা সবার আগে। PPE সরবরাহ হোক তাঁদের জন্য আগে। আল্লাহ আপনার মঙ্গল করুন।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর