গেঞ্জি পরে অনুষ্ঠানে যাওয়া নিয়ে যা বললেন তথ্যপ্রতিমন্ত্রী(ভিডিও)

সিল্কসিটি নিউজ ডেস্ক:

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) মিলনায়তনে এক অনুষ্ঠানে লাল গেঞ্জি বা টি-শার্ট ও লাল ক্যাপ পরে উপস্থিত হন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

সোমবার সন্ধ্যায় ‘স্বপ্নের রাজকুমার’ ছবির শুভ মহরত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিজের ওই পোশাকের ব্যাখ্যাও দেন তিনি।

এ প্রসঙ্গে তথ্যপ্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, ‘এই যে আজকে তো মুজিব কোট পরে সারাদিন ছিলাম। ঘেমে সেদ্ধ হয়েছি। এখন ড্রেস চেঞ্জ করে একটু নিজের মতো করে আসলাম। অনেকে হয়তো ভাবতে পারেন, কী ব্যাপার-একে তো চেনা যাচ্ছে না। ইনি কি ডাক্তার মুরাদ হাসান? ইনিই কি প্রতিমন্ত্রী? ইনিই কি এমপি?

তিনি বলেন, আমাদেরকে সব বেশেই দেখতে অভ্যস্ত হতে হবে সবাইকে। আমিও অভ্যস্ত হতে চাই। আপনারাও অভ্যস্ত হোন। না হলে আমি একা অভ্যস্ত হলে, আপনারা যদি মেনে না নেন তাহলে আমার জন্য কষ্ট হবে।

সূত্র: যুগান্তর