মঙ্গলবার , ১২ জুলাই ২০১৬ | ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গুলশান হামলায় হত্যাযজ্ঞের প্রতিবাদে রাজশাহীতে বিএনপির শোকসভা

Paris
জুলাই ১২, ২০১৬ ১:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

গুলশানের হলি আর্টিজান রেস্তোঁরায় সশস্ত্র জঙ্গি হামলায় নৃশংসভাবে দেশি বিদেশীদের হত্যাযজ্ঞের প্রতিবাদে ও হামলায় নিহতদের স্মরনে রাজশাহীতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে মহানগর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

 

শোকসভায় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, বিএনপি নেতা নজরুল হুদা, আসলাম সরকার, রবিউল আলম মিলু প্রমুখ।

 

13664526_1763939167228521_503020700_n copy

সভাপতির বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন,গুলশানের হলি আর্টিজান রেস্তোঁরায় জঙ্গি হামলা অত্যন্ত নেককারজনক। এ ঘটনায় দেশী বিদেশী অনেকের প্রাণ হানির ঘটনা ঘটেছে। এমনি একটি ঘটনায় আমরা মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে সারাদেশে বর্বরচিত সকল জঙ্গি হামলার প্রতিবাদ জানাই। দেশের জঙ্গিবাদ ধ্বংশ হবে। এজন্য দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

বর্তমানে দেশের গনতান্ত্রিক শাসন ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। যার ফলে দেশের জনগনকে আজ কঠিন পরিস্থিতির মধ্যে পার হতে হচ্ছে। পরিস্কার বোঝা যাচ্ছে এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হচ্ছে। বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে সকল জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং থাকবে । এই অবৈধ সরকারের আমলে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এর দায়ভার শেখ হাসিনাকেই নিতে হবে।

13649492_1763939143895190_1558991422_n copy

বক্তারা বলেন, দেশের জঙ্গিবাদ মোকাবেলার নামে অবৈধভাবে বিএনপির হাজারো নেতাকর্মীকে আটক করে পুলিশি নির্যাতন চালানো হয়েছে। দেশে বর্তমানে গনতান্ত্রিক অধিকার বলতে কিছু নেই। অবিলম্বে সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তারা।

 

শোকসভা শেষে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সকল নেতাকর্মীদের নিয়ে একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ভূবন মোহন পার্ক সংলগ্ন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় হতে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর