রবিবার , ৩ জুলাই ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গুলশানে সন্ত্রাসী হামলায় বান কি মুনের নিন্দা

Paris
জুলাই ৩, ২০১৬ ৯:৪৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। আজ রবিবার এক বিবৃতিতে এ হামলার পেছনে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানান তিনি।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র রবিবার এক বিবৃতিতে বলেন, “বান কি মুন ‘সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন।’ তিনি আশা প্রকাশ করেছেন ‘এই অপরাধ পেছনে যারা জড়িত তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।’’ এ শোকের সময় বান কি মুন বাংলাদেশের পাশে আছেন। এ ছাড়া সন্ত্রাসের হুমকি মোকাবিলা ও প্রতিরোধ এবং সন্ত্রাস দমনে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন জাতিসংঘ মহাসচিব।
বান কি মুন বাংলাদেশ সরকারকে আশ্বস্ত করে বলেন, সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে জাতিসংঘ সব সময় বাংলাদেশের পাশে থাকবে।
সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক