মঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গুম সংক্রান্ত কমিশনের কার্যপরিধিতে সংশোধনী

Paris
অক্টোবর ২২, ২০২৪ ৯:৪২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কার্যপরিধিতে সংশোধনী আনা হয়েছে। তদন্ত কমিশনের কার্যপরিধির ক্রমিক নম্বর ৬ এ পরিবর্তন আনা হয়। মঙ্গলবার (২২ অক্টোবর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এস. আর.ও. নং ৩৬৬-আইন/২০২৪। সরকার, কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬ এর সেকশন-৩ এ প্রদত্ত ক্ষমতাবলে উক্ত অ্যাক্টের অধীন বিগত ১৫ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপন এস.আর.ও নং-৩১২-আইন/২০২৪ এর নিম্নরূপ সংশোধন করেছে।

কার্যপরিধির ৬ নম্বর ক্রমিকে সংশোধনী এনে বলা হয়, অন্য যে কোনও পেশা, ব্যবসায় কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক (যথা- ডেপুটেশন, লিয়েন, ছুটি ইত্যাদি) থাকলে সেটা সাময়িকভাবে স্থগিতের শর্তে তদন্ত কমিশনের সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক এবং কমিশনের সদস্যরা হাইকোর্ট বিভাগের একজন বিচারকের মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

এই সংশোধনী প্রজ্ঞাপন বিগত ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - জাতীয়