গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ বুধবার

সিল্কসিটি নিউজ ডেস্ক :
সোমবার (২২ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য।

তিনি বলেন,  গত শনিবার (২০ মে) অত্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সারা দেশব্যাপী গুচ্ছের ‌‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমরা চেষ্টা করছি দুই/একদিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে।

তিনি আরও বলেন, অন্যান্যবারের তুলনায় এবার শিক্ষার্থীরা ভালো সাড়া দিয়েছেন। এতে উপস্থিতির হার ছিল প্রায় ৯৮ দশমিক ২৮ শতাংশ।

প্রসঙ্গত এবারের বি ইউনিটে (মানবিক) ২২টি বিশ্ববিদ্যালয়ে মোট ৭ হাজার ৭৪৬টি আসন রয়েছে। এতে আবেদন করেছেন ৯৬ হাজার ৪৩৪ জন। পরীক্ষায় প্রায় ৯৮ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে জানা যায়।