গুগলের নতুন সার্চ রেজাল্টে প্রাধান্য পাবে ছবি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ডেক্সটপের সার্চ রেজাল্ট পেইজের ডিজাইন বদলাচ্ছে গুগল। এতে ছবি বেশি থাকবে, কমবে টেক্সটের সংখ্যা।

শুধু ডেক্সটপ থেকেই নতুন সার্চ রেজাল্টের ডিজাইনটি দেখা যাবে। মোবাইলে গুগল ব্যবহারকারীরা এই ইউজার ইন্টারফেস দেখতে পারবেন না।

ডেক্সটপ থেকে কোনো কিছু সার্চ দেওয়া হলে অনেক সময় লিঙ্ক ও বিজ্ঞাপনের পার্থক্য ধরা যায় না। নতুন ইউজার ইন্টারফেইসে পার্থক্য খুব সহজেই ধরা যাবে। তবে ওয়েবসাইট সংক্রান্ত তথ্য কম থাকবে বলে কোন লিঙ্কে ক্লিক করলে সঠিক তথ্যটা পাওয়া যাবে তা আগে থেকে বুঝতে পারবেন না ব্যবহারকারীরা।

এর আগে জানুয়ারিতে অন্য একটি ডিজাইনের সার্চ রেজাল্ট নিয়েও তারা নিরীক্ষা চালায়। তবে এতে ওয়েবসাইট ও বিজ্ঞাপনের লিঙ্কের পার্থক্য স্পষ্ট ছিলো না। ফলে কড়া সমালোচনার মুখে পড়েছিলো গুগল। সমালোচনাকারীদের অভিযোগ ছিলো, বিজ্ঞাপনে বেশি বেশি ক্লিক করাতেই এমন ডিজাইনের সার্চ রেজাল্ট পেইজ তৈরি করেছে গুগল।

সার্চ রেজাল্টের ডিজাইন নিয়ে প্রায়ই পরীক্ষা-নিরীক্ষা চালায় গুগল। তাই আসলেই সার্চ রেজাল্টে ছবির সংখ্যা বাড়বে কিনা তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।