গাইবান্ধায় প্রতারণামূলক মামলায় বাদীকে জরিমানা, মামলা খারিজ

নিজস্ব প্রতিবেদক:  মিথ্যা ও বিরক্তিকর ছানী মামলা করায় বাদীকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিয়েছেন গাইবান্ধার একটি আদালত। বাদীর মামলা খারিজ করে দিয়ে ক্ষতিপূরণের অর্থ সরকারী তহবিলে প্রদান করার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে গাইবান্ধার সাঘাটা সহকারী জজ আদালতের বিচারক কাউসার পারভীন এই আদেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, প্রতারণামূলকভাবে ২১/১১ নম্বর ছানী মামলা আনয়ন করায় মামলার বাদীকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণের আদেশ দিয়েছেন আদালত। আগামী ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণের অর্থ সরকারী তহবিলে প্রদানের নির্দেশ দেন। বাদী ক্ষতিপূরণের অর্থ স্বেচ্ছায় প্রদান না করলে আদালতের মাধ্যমে সরকার পক্ষ আদায় করে নিতে পারবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে। সাঘাটা সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী মো: নুরুন্নবী এই আদেশের সত্যতা স্বীকার করে বলেন, মিথ্যা মামলায় এভাবে ক্ষতিপূরণের আদেশ দিলে মিথ্যা মামলা করার সাহস পাবেনা কেউ।

স/আ.মি