রবিবার , ২৪ জুন ২০১৮ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গরমে অসুস্থ হয়ে মৃত্যু

Paris
জুন ২৪, ২০১৮ ১২:০৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজ্যের তিন জেলায় অস্বাভাবিক মৃত্যু হয়েছে তিনজনের৷ প্রথমটি বাঁকুড়ার ঘটনা৷ মৃতের নাম আনি বাউরি (৪৫)৷ তিনি পেশায় সবজি বিক্রেতা৷ রবিবার সকালে সবজি বিক্রির জন্য বাড়ি থেকে বের হন৷ ওন্দা থানার কালিসেন বাজারে বাসস্ট্যান্ডে বসেছিলেন তিনি৷

সেইসময় বাঁকুড়াগামী একটি পিক আপ ভ্যানের পিছনে একটি বালি বোঝাই লরি ধাক্কা মারে৷ এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি রাস্তার পাশে বসে থাকা ওই সবজি বিক্রেতাকে ধাক্কা মারে৷ আনি বাউরী মাথায় গুরুতর আঘাত পান৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ওন্দা থানার পুলিশ৷

পুলিশ ও স্থানীয়দের উদ্যোগে গুরুতর আহত ওই মহিলাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়৷ পুলিশ ঘাতক গাড়িগুলিকে আটক করতে পারলেও চালক-খালাসি পলাতক৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে৷ মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে৷

আনি বাউরির ছেলের বউ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি শাশুড়ি মায়ের সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে৷ কোনওভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু প্রাণে বাঁচানো গেল না৷ এই ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা বেশ কিছুক্ষণ কালিসেন-ধলডাঙা মোড়ের রাস্তা অবরোধ করেন৷ পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায় বলে জানা গিয়েছে৷

অন্যদিকে ক্যানিং থানা এলাকায় সাতসকালে রাস্তার পাশে এক মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়৷ রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার বাহিরসোনা মোড়ের বিশ্বাস পাড়ার কাছে মৃতদেহটি পড়েছিল৷ মৃতের বয়স অনুমান পঞ্চাশের কাছাকাছি৷ ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে৷ স্থানীয়দের অনুমান, সম্ভবত ওই ব্যাক্তিকে অন্য কোথাও খুন করে এখানে এনে ফেলে রাখা হতে পারে৷ ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ৷

পাশাপাশি মালদহ টাউন স্টেশনে অসুস্থ অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে উদ্ধার করে মালদহ জিআরপি৷ মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ওয়াগমারে কে পি৷ তিনি কেন্দ্রীয় বাহিনীর কর্মী৷ গরমে মালদহ টাউন স্টেশন এসে অসুস্থ হয়ে পড়ে। অন্যান্য যাত্রীরা তাকে দেখতে পেয়ে খবর দেয় মালদহ জিআরপিতে৷ এরপর জিআরপি তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷ ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

 

সর্বশেষ - আন্তর্জাতিক